চাঁদপুর

জেলা বিএনপির আহ্বায়ক মানিকসহ তিন নেতার আগাম জামিন

স্টাফ করেসপন্ডেন্ট :           আপডেট  ০১:১৯ অপরাহ্ন,  ৭ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ, বুধবার ২২ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

চাঁদপুর শহরের ঘোষেরহাট ও চান্দ্রায় ট্রাকে আগুন এবং পেট্রোল বোমায় নিহতের ঘটনায় চাঁদপুর মডেল থানায় পুলিশের দায়ের করা দুটি রাজনৈতিক মামলায় মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৩ নেতা।

অন্য দু’জন হলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও চাঁদপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন।

চাঁদপুর মডেল থানার মামলা নং-জিআর ১৪৮ ও জিআর ৫৬। চলতি বছরের প্রথম দিকে সরকার বিরোধী আন্দোলনে চাঁদপুর শহরের ঘোষেরহাট ও চান্দ্রায় ট্রাকে আগুন এবং পেট্রোল বোমায় নিহতের ঘটনায় এ দুটি মামলার আসামী হিসেবে উল্লেখিত নেতৃবৃন্দ মঙ্গলবার দুপুরে হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেন।

বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি জাফর আহমেদের যৌথ বেঞ্চ জামিনের শুনানি শেষে চাঁদপুর জেলা বিএনপির ওই তিন নেতার আগাম জামিন মঞ্জুর করে আদেশ দেন।

আদালতে আসামী পক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন।

 

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share