চাঁদপুর

জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি হলেন জিন্নাহ

আগামী ৪ বছরের জন্য চাঁদপুর জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচনে পুনরায় সভাপতি হলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এবারের নির্বাচনে সভাপতি সহ তার প্যানেলের সকলেই নির্বাচিত হয়েছেন। শনিবার বিকেলে চাঁদপুর ক্লাবে প্রধান নির্বাচন কমিশনার আলহাজ¦ জাহাঙ্গীর আখন্দ সেলিম নবনির্বাচিত কমিটির ১৩ জনের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু সহ স্থানীয় পত্রিকার সাংবাদিকগণ।

নির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সহ-সভাপতি আবু নঈম পাটোয়ারী দুলাল ও আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী, কোষাধ্যক্ষ সুভাষ চন্দ্র রায়, নির্বাহী সদস্য আলহাজ¦ তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, সাহির হোসেন পাটোয়ারী, আলহাজ¦ ওমর পাটোয়ারী, আবুল কাসেম আখন্দ, শেখ আব্দুল মোতালেব, আনোয়ার হোসেন মানিক, সালাউদ্দিন আহমেদ শান্ত ও শরিফ মোঃ আশ্রাফুল হক, মিজানুর রহমান খান বাদল।

প্রধান নির্বাচন কমিশনার আলহাজ¦ জাহাঙ্গীর আখন্দ সেলিম জানান, তফসিল ঘোষণা অনুযায়ী সোমবার মনোনয়নপত্র দাখিলের জমা দেয়ার দিন ছিলো। এ নির্বাচনে মোহাম্মদ আলী জিন্নাহ শুধু তার প্যানেলের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন। এবারের নির্বাচনে আর কোনো প্যানেলেই তাদের মনোনয়নপত্র দাখিল করেনি। আমরা এককভাবে মোহাম্মদ আলী জিন্নাহর প্যানেলকেই আগামী ৪ বছরের জন্যে নির্বাচিত ঘোষণা করলাম ।

মাজহারুল ইসলাম অনিক, স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর টাইমস

|| আপডেট: ০৬:০৯ অপরাহ্ন, ২১ ফেব্রুয়ারি ২০১৬, রোববার

এমআরআর

Share