বাংলাদেশ ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরি পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয় ক্যাফে কর্ণারের ৪র্থ তলায় এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তালহা জুবায়ের’র পরিচালানায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন কার্যকরি সদস্য এম লতিফ। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আশিক বিন রহিম সার্ক সাহিত্য সম্মেলনে যোগদান করায় সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কে এম মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ হোসেন অপু, যুগ্ম-সম্পাদক আশিক বিন রহিম, কোষাধ্যক্ষ মাওলানা আবদুর রহমান গাজী, দপ্তর সম্পাদক সজীব খান, নির্বাহী সদস্য বাদল মজুমদার, চৌধুরী ইয়াসিন ইকরাম ও কেএম সালাউদ্দিন।
সভায় কার্যকরি পরিষদের ঐক্যমতে আগামী ২১ মার্চ সংগঠনের ফ্যামিলি ডে করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে সংগঠনের ভারত ভ্রমন বাতিল করা হয়।
করেসপন্ডেট,১২ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur