Home / চাঁদপুর / জেলা প্রশাসনের ৮টি মোবাইল কোর্ট পরিচালনা
DC
ফাইল ছবি

জেলা প্রশাসনের ৮টি মোবাইল কোর্ট পরিচালনা

চাঁদপুরে আজ ২৪ এপ্রিল শনিবার সকাল ১০ ঘটিকা হতে বেলা ১২.৩০ ঘটিকা পর্যন্ত চাঁদপুর শহরের শহীদ মিনার সংলগ্ন মিশনরোড, পালবাজার এবং পুরানবাজার নামক স্থানে চাঁদপুর জেলা প্রশাসন ও মডেল থানার সহায়তায় ৮টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনাকালে স্বাস্থ্যবিধি লঙ্ঘন,সড়ক পরিবহন আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ৮ মামলায় মোট ৩ হাজার ৯ শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এ ছাড়াও দোকানীকে দ্রব্যমূল্য পণ্যে চিরকুট লাগানো বা তালিকা প্রদর্শন, ওজনের মেশিন ক্রেতার নজরের জন্যে উম্মুক্ত স্থানে রাখা ও সঠিক ওজনে পণ্য পরিমাপ করার নির্দেশ দেয়া হয় ।

একই সাথে স্বাস্থবিধি মেনে চলার জন্য জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত রাখতে বলা হয়।

আবদুল গনি , ২৪ এপ্রিল ২০২১