বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় ‘মোরা’ চাঁদপুরসহ উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে। যে কোনো সময় তা আঘাত হানতে পারে।
এ বিষয়ে প্রস্তুতি হিসেবে সোমবার (২৯ মে) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, ‘ ঘূুর্ণিঝড় মোকাবেলায় আমরা সতর্ক অবস্থায় রয়েছি। প্রত্যেক উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে জরুরি প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। প্রাথমিক প্রস্তুতি হিসেবে আশ্রয় কেন্দ্র, মেডিকেল টিম, ঔষধ, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা রাখতে হবে।’
এছাড়াও নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক।
অতিরিক্ত জেলার প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হাই, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশ্রাফুজ্জামান, সিভিল সার্জন ডা.মতিউর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী ও সাধারণ সম্পাদক জিএম শাহীনসহ প্রমুখ।
প্রতিবেদক:আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ৫:১০ পিএম, ২৯ মে ২০১৭, সোমবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur