চাঁদপুরের জেলা প্রশাসক উদ্ভাবন অবদানে পুরস্কৃত

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং আওতাধীন অধিদপ্তর,কর্তৃপক্ষ বা সংস্থার সরকারি কাজে উদ্ভাবন বিষয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ আজ ২৯ জুন সড়ক ও পরিবহণ মন্ত্রণালয়ে এক বিশেষ অনুষ্ঠনে পুরস্কৃত হলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

আজ ২৯ জুন বেলা ১০ টায় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে সচিবালয়ে তিনি এ সনদপত্র,ক্রেস্ট ও মোবাইল সেট পুরস্কার গ্রহণ করেন । চাঁদপুরে জেলা প্রশাসকের দায়িত্ব নেয়ার আগে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে দায়িত্ব পালন করেন। চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ দায়িত্ব নেয়ার আগে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে দায়িত্ব পালন করেন।

পুরস্কৃত হয়ে জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ বলেন,‘সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে আমাকে ইনোভেশনের (উদ্ভাবনের) জন্য পুরস্কার প্রদান করা হয়।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে কাজ করার সময় আমি সড়ক ও জনপদের কর্মকর্তাগণ যাতে অনলাইনে তাদের এআরসি আপলোডের তথ্য জানতে পারেন এ ইনোভেটিভ আইডিয়া দেই এবং আইডিয়াটি বাস্তবে রুপান্তরে কাজ করি । সেই আইডিয়া সফলভাবে বাস্তবায়িত হওয়ায় সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব পুরস্কৃত করেন।’

শরীফুল ইসলাম , ২৯ জুন ২০২১
এজি

Share