চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সাথে জেলা প্রশাসকের ভার্চুয়াল সভা

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এর সাথে ১৬ মে সকাল ১১ টায় চাঁদপুর জেলা প্রশাসনের জুম অ্যাপস সভা অনুষ্ঠিত হয়। ‘ মুজিববর্ষে গৃহহীন পরিবারের জন্য গৃহ-নির্মাণ কর্মসূচি’র সামগ্রিক অগ্রগতি,বর্তমান অবস্থা ও পর্যালোচনা সভায় বিভাগীয় কমিশনার এবিএম আযাদ এর সাথে এ জুম অ্যাপস সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ চাঁদপুরের গৃহনির্মাণ কর্মসূচির বিষয়ে সার্বিক অগ্রগতির তথ্য বিভাগীয় কমিশনারের নিকট উপস্থাপন করেন বলে গোপনীয় শাখা সূত্রে জানানো হয়েছে ।

এ সময় জেলা প্রশাসকের সাথে সম্পৃক্ত বা উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও উপ-পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ জামান ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দাউদ হোসেন চৌধুরী ।

আবদুল গনি , ১৬ মে ২০২১

Share