জেলা প্রশাসক সম্মেলন-২০১৮ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ১১ জুলাই বুধবার বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওচমানের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. মঈনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জামাল হোসেন,
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা জাকির, জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, জেলা শিক্ষা কর্মকর্তা শফিউদ্দিন, জেলা মার্কেটিং অফিসার রেজাউল করিমসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বরত প্রধানগণ।
সভায় আগামী জেলা প্রশাসক সম্মেলন-২০১৮ তে চাঁদপুরের পক্ষ থেকে কি কি বিষয় উপস্থাপন করা যায় সে বিষয়ে সকলের কাছ থেকে প্রস্তবনা এবং মতামত গ্রহণ করা হয়।
এসময় জেলা প্রশাসক তার বক্তব্যে, সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নতুন নতুন পরিকল্পনা নিয়ে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।
প্রতিবেদক : আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur