অবশেষে নতুন সাজে সজ্জিত হলো চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুম। জেলার সকল ক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া লাগলেও সরকারের গুরুত্বপূর্ণ এই কার্যালয়ের কনফারেন্স রুমটি ছিলো অনেকটাই অনুন্নত।
অবশেষে চাঁদপুরে প্রথম নারী জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের উদ্যোগে সেটি দূর হয়ে নতুন সাজে সজ্জিত হলো কনফারেন্স রুমটি।
৩ মে সোমবার চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ তাঁর ফেসবুক আইডিতে এ বিষয়ে লিখেন, ‘প্রতিটি জেলার ডিসি অফিসের কনফারেন্স রুমটি অনেক সাজানো -গোছানো থাকে। এ জেলায় পদায়ন হবার পর দেখলাম কনফারেন্স রুমটি অনেকটাই অগোছালো এবং জরাজীর্ণ। চেয়ার-টেবিল, পর্দাগুলো পুরনো। মনটা খারাপ হয়ে গেল।
প্রথমদিনই মনে মনে ঠিক করেছিলাম,কনফারেন্স রুমটি মানসম্মত করে তুলবো।কাজে হাত দিয়েছি, কাজটি প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি।আরো কিছু কাজ বাকি আছে। আজকে কাজ শেষ হবার আগেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব স্যারের সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হল। আল্লাহর কাছে শুকরিয়া শুরুটা ভাল হল।
আশা করছি চাঁদপুরবাসীকে নিয়ে এই কনফারেন্স রুমে অনেক ভাল, ভাল কাজ করতে পারবো।
প্রতিবেদক: আশিক বিন রহিম,৩ মে ২০২১