জেলা প্রশাসকের সাথে হিন্দু মহাজোট নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুব মহাজোট ও ছাত্র মহাজোট চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দরা চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল ইসলাম -এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

৩ জুলাই সোমবার দুপুরে নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুব মহাজোট ও ছাত্র মহাজোট চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা হিন্দু মহাজোটের সভাপতি রতন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রঞ্জীত রায় চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কানু দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জন মিত্র, সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর চন্দ্র রায় (দীপক), প্রচার সম্পাদক বিপ্লব চন্দ্র দাস, জেলা যুব মহাজোটের সভাপতি সুমন চন্দ্র সাহা, নির্বাহী সভাপতি পরের চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী রাম চন্দ্র দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাওন চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক বিবেকানন্দ পাল (বিবেক), প্রচার সম্পাদক রাজিব সাহা, ছাত্র মহাজোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব চন্দ্র সাহা, চাঁদপুর জেলা শাখার সভাপতি মিঠুন চন্দ্র দাসসহ জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ০৩ জুলাই ২০২৩

Share