চাঁদপুর

জেলা প্রশাসকের নিকট যুব ইউনিয়নের স্মারকলিপি

‘ঘুষ ছাড়া চাকরি চাই’ সহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের জেলা কমিটির উদ্যোগে চাঁদপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করা হয় আজ ১৭ নভেম্বর সকাল ১১ টায়।

স্মারকলিপি পেশের পূর্বে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা যুব ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রিয় সদস্য জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মো. সোহেল রানা, কোষাধ্যক্ষ সালমা আক্তার ও জেলা যুব ইউনিয়নের নেতা পারভেজ হাজী। সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল স্মারকলিপি পেশ করেন।

এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি রনজিৎ সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম মানিক, সোহাগ হাসান রুস্তম, মতলব উপজেলার সহ-সাধারণ সম্পাদক রেহান উদ্দিন ও শাহমাহমুদপুর ইউনিয়নের সদস্যসচিব পারভেজ গাজী।

স্মারকলিপি পেশকালে চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, এটা একটা যৌক্তিক দাবি। সরকারও চায় ঘুষের সংস্কৃতি বন্ধ হোক। রাষ্ট্রীয় সকল সেক্টর হতে ঘুষ বন্ধ হোক, এটা আমাদের কাম্য। এ দাবিতে সকল যুবকের অংশগ্রহণ করা উচিত।

তিনি সুধী সমাবেশে এ বিষয়ে আলোকপাত করবেন বলে আশ্বস্ত করেন।

প্রেস বিজ্ঞপ্তি 

||আপডেট: ০৪:৫৫ পিএম, ১৭ নভেম্বর ২০১৫, মঙ্গলবার

এমআরআর

Share