পিআর পদ্ধতি চালুসহ ৫ দফা দাবিতে চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখা।
রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে এক মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে স্মারকলিপি জমা দেন।
এর পূর্বে নেতাকর্মীরা শহরের বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে একটি মিছিল বের করেন। পরে মিছিলটি বিভিন্ন দাবি আদায়ের স্লোগান দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমাপ্ত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির মাওলানা বিলাল হোসেন মিয়াজী, নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহাজান মিয়া, শহর আমির অ্যাডভোকেট মো. শাহাজান খান, সহ-সেক্রেটারি মো. সবুজ খান, সদর উপজেলা আমির অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের হোসেন, সহ সেক্রেটার সুলতানা মাহমুদ সহ দলের অন্যান্য নেতারা।
জেলা আমির বলেন, সরকারের ঘোষণানুযায়ি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন জরুরি। পিআর পদ্ধতির ভিত্তিতে নির্বাচনই হতে পারে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের নিশ্চয়তা। জামায়াতে ইসলামী কর্তৃক উত্থাপিত পাঁচ দফা দাবিসমূহ হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের আয়োজন।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ। ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১২ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur