জেলা প্রশাসকের কার্যালয়ে চাকুরি হতে ৯ জন কর্মকর্তা কর্মচারীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা জেলা প্রশাসকের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
জেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন,স্থানীয় সরকার উপ-পরিচালক দাউদ হোসেন চৌধুরী ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার প্রমুখ।
অবসরজনিত কর্মকর্তা কর্মচারীরা হলেন,প্রশাসনিক মো:দেলোয়ার হোসেন,মো:আনিছুর রহমান,ট্রেজারি হিসাব রক্ষক লিয়াকত হোসেন,মো:উচ্চমান সহকারি তোফাজ্জল হোসেন,ফিরোজ আহমেদ, বিমল চন্দ্র দে,অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতিভা রানী দেব,সেলিম হোসেন,খাজা আহমেদ।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য সভাপতি মো.নেছার আহম্মদ , নাজির ভোলা নাথ নন্দী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)’র সিএ নাছির উদ্দিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট,বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে অবসরগ্রহণকারী কর্মচারীদের তাদেরকে ফুল ও বিদায়ী উপহার দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
প্রতিবেদক: আনোয়ারুল হক,১ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur