Home / চাঁদপুর / সকল থানার ওসিদের বিদায় সংবর্ধনা দিলো জেলা পুলিশ
পুলিশ

সকল থানার ওসিদের বিদায় সংবর্ধনা দিলো জেলা পুলিশ

চাঁদপুর জেলা পুলিশের সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) রাতে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে পুলিশ সুপার তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ওসিরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।

এর আগে গত ১ ডিসেম্বর পুলিশ হেডকোয়ার্টার থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সারা দেশের সকল থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশ দেওয়া হয়। পরবর্তীতে ৩ ডিসেম্বর সেই আদেশ স্থগিত করে ৬ ডিসেম্বর পর্যন্ত কার্যকর না করার সিদ্ধান্ত জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল); জনাব মোঃ খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল); এবং জনাব মোঃ আব্দুল হাই চৌধুরী, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল)। এছাড়াও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তারা চাঁদপুর জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্বপালনে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।

প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব,
৭ ডিসেম্বর ২০২৫