জাতীয় শিক্ষা পদক-২০২২ প্রতিযোগিতায় চাঁদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন মতলব দক্ষিণ উপজেলার ১৪৪ নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন।
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) ক্যাটাগরিতে বিচারক মন্ডলী বিচক্ষণতার সঙ্গে যাচাই-বাছাইয়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) হিসেবে হালিমা খাতুনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ঘোষনা করা হয়।
এর পূর্বে তিনি মতলব দক্ষিণ উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।হালিমা খাতুন নারায়ণপুর পপুলার উচৃচ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক মিঞা মোঃ মামুনের স্ত্রী।
তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় চাঁদপুরের জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, সাংবাদিক এবং যাচাই-বাছাই কমিটির সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এছাড়া তিনি বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করার বিষয়ে সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,২৩ সেপ্টেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur