মতলব দক্ষিণ

মতলব দক্ষিণে ৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার (২৮ নভেম্বর) মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহিদুল ইসলামের নিকট আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়নপত্র দাখিল করা হয়।

আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপির পক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন তাঁর জৈষ্ঠ্য পুত্র কেন্দ্রিয় আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু।

এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা আ.লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র ও পৌর আ.লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, উপজেলা যুবলীগের আহবায়ক জহির সরকার, যুগ্ন আহবায়ক চন্দন সাহা, শওকত আলী বাদল।

অপরদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির প্রার্থী আলহাজ্জ ড. মো. জালাল উদ্দিনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি আশ্রাফ বাবু, মতলব পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান, মতলব পৌরসভার সাবেক মহিলা কমিশনার ও মহিলা নেত্রী রেহানা আক্তার রানু।

এছাড়া বিএনপির অপর প্রার্থী মো. তানভীর হুদার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. বিল্লাল হোসেন মৃধা, সাবেক সহ-সভাপতি হাজী জাকির, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা মোহাম্মদ উল্লাহ বাবুল, যুবদল নেতা শামিম মিয়াজী।

এদিকে গত মঙ্গরবার বিকাল ৪টায় ইসলামী আন্দোলনের মনোনিত প্রাথী চাঁদপুর জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি পীরজাদা আফসার উদ্দিন তার মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি পীরজাদা মাওলানা আনসার উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সাইয়্যেদুল ইসলাম সাঈদ, অর্থ সম্পাদক মো. নাসির উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মতলব দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, প্রচার সম্পাদক মাওলানা মো. আলী শামীম, মতলব পৌর ৩নং ওয়ার্ড শাখার সভাপতি আব্বাস বেপারী প্রমূখ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক
২৮ নভেম্বর,২০১৮

Share