জেলা পর্যায়ে আন্ত:প্রাথ‌মিক বিদ‌্যালয় ক্রীড়া ও সাংস্কৃ‌তিক প্রতি‌যো‌গিতা সম্পন্ন

জেলা পর্যা‌য়ে আন্ত:প্রাথ‌মিক বিদ‌্যালয় ক্রীড়া ও সাংস্কৃ‌তিক প্রতি‌যো‌গিতার বিজয়ী‌দের মা‌ঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুন মঙ্গলবার বি‌কেলে শহরের আক্কাছ আলী রেলও‌য়ে একা‌ডেমির মা‌ঠে পুরস্কার বিতরণী প‌র্বে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (‌শিক্ষা ও আই‌সি‌টি) মোসাম্মৎ রা‌শেদা আক্তার। তি‌নি তার বক্তব্যে ব‌লেন, শুধু পড়ালেখা করলেই হবে না, পিতা-মাতা ও শিক্ষকদের সবসময় সম্মান করতে হবে। বড়দের সন্মান করতে হবে। দেশেরর কল্যানে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ছো‌ট‌বেলায় আমরা কাব স্কাউ‌টিং কর‌তে পা‌রে‌নি। এখনকার শিশুর এ কাব স্কাউ‌টিং এর মাধ‌্যমে অ‌নেক ভাল কিছু শিখ‌তে পার‌ছে। বড় বড় ব‌্যক্তিত্ব‌দের সা‌নিধ‌্য পা‌চ্ছে। তাই তোমরা পড়াশুনার পাশাপা‌শি কাব স্কাউ‌টিং কর‌বে। যারা আজ বি‌ভিন্ন প্রতিযো‌গিতায় অংশ নি‌য়ে‌ছো, তা‌দের সকল‌কে অ‌ভিবাদন জানাই।কারন প্রতি‌যো‌গিতায় অংশ নি‌লে নি‌জেকে তু‌লে ধরা যায়।

জেলা প্রাথ‌মিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিনের সভাপ‌তিত্বে বক্তব‌্য রা‌খেন জেলা‌ সহকারী প্রাথ‌মিক শিক্ষা অফিসার রাজ্জাক সিদ্দিকী, আক্কাছ আলী রেলও‌য়ে একা‌ডেমির প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন, হাসান আলী ম‌ডেল সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক ইসমত আরা সা‌ফি বন‌্যা।

এ সময় হাইমচর উপ‌জেলা শিক্ষা অফিসার এ কে এম মিজানুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মোঃ জুল‌ফিকার আলী, বাগাদী সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, জেলা প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির সভাপতি মোঃ মোস্তফা কামাল বাবুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সদর উপ‌জেলার প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির সাধারণ সম্পাদক সাহাবু‌দ্দিন, আক্কাছ আলী সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক রু‌বিনা রহমান, হাইমচর উপ‌জেলার সাভাপ‌তি শেখ আবু জাফর, ষাট ভাওর সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ, হাইমচর উপ‌জেলা কাব স্কাউট লিডার, নি‌শেষ নারায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা উপ‌স্থিত ছি‌লেন।

অনুষ্ঠান প‌রিচালনা ক‌রেন ষোলঘর সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের সহকারী শিক্ষক কাজী ইমরান। ক্রীড়া ও সাংস্কৃ‌তিক প্রতি‌যো‌গিতার ৩০‌টি ই‌ভে‌ন্টে বিজয়ী‌ ছাত্র ছাত্রীদের মা‌ঝে পুরষ্কার তু‌লে দেন অ‌তি‌থিবৃন্দ।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১৪ জুন ২০২২

Share