চাঁদপুর

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ১১ সদস্য প্রার্থী বাতিল

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই এর শেষ দিন রোববার (৪ ডিসেম্বর) জেলা পরিষদ নির্বাচনের সাধারণ সদস্য প্রার্থীদের মধ্য থেকে ১১ প্রার্থী বাতিল করা হয়েছে।

৮০ জন সাধারন সদস্য (পরিচালক) প্রার্থীর মধ্যে ১১ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবদুর সবুর মন্ডল।

বাকী ৬৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

জেলা পরিষদ নির্বাচন ২০১৬ এর আইন অনুযায়ী মনোনয়নপত্রে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সংযুক্ত না করায় ৩ নং ওয়ার্ডের জয়নাল আবেদীন প্রধান, এম এ আজিজ এবং ঠিকাদারী লাইসেন্স বাতিলের কপি সংযুক্ত না করায় আল-আমিন ফরাজীর মনোনয়নপত্র বাতিল করে দেন জেলা রিটার্নিং অফিসার।

ঋণ পরিষোদের কপি জমা না দেয়ায় ৫ নং ওয়ার্ডে ব্যাংকে হারুনুর রশিদ হাওলাদার এবং আয়কর রির্টানের সার্টিফিকেট সংযুক্ত না করায় মো. শাহাআলমের মনোনয়নপত্র বাতিল করা হয়।

৬ নং ওয়ার্ডে কৃষি ব্যাংকের ঋণ খেলাফী থাকায় মো.শাহাবুদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

৭ নং ওয়ার্ডে হলফ নামায় সাক্ষর না থাকায় মো. নজরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। ৯ নং ওয়ার্ডে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সংযুক্ত না করায় মো. শফিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়।

১৩ নং ওয়ার্ডে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সংযুক্ত না করায় মো.মাহবুবুর রহমান ও অধ্যক্ষ এম এ আউয়ালের মনোনয়নপত্র বাতিল করা হয়।

১৪ নং ওয়ার্ডে মনোনয়নপত্রে হলফনামা সংযুক্ত না থাকায় মো. সাইফুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়্।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবদুর সবুর মন্ডল বলেন, মনোনয়নপত্র এটি চূড়ান্ত বাতিল নয় যে সকল প্রাথীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আগামি ৩ দিনের মধ্যে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার বরাবরে আপিল করতে পারবে।

বর্তমানে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ১৫টি ওয়ার্ডে ৬৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫টি ওয়ার্ডে ১৩ জন প্রার্থী রয়েছেন।

জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ২শ ৬০ জন।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক : আপডেট, বাংলাদেশ সময় ১০:৫০ পিএম, ৪ ডিসেম্বর ২০১৬, রোববার
ডিএইচ

Share