আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘ জেলা পরিষদ নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হওয়ায় দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কোনো সুযোগ নেই। এ নির্বাচনে শুধু আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে। কিন্তু দলীয়ভাবে নির্বাচন পরিচালনা করা হয়নি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’
বুধবার (২৮ ডিসেম্বর ) দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জেলা পরিষদ নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।
তিনি আরো বলেন, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানের ক্ষেত্রে এ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রিয়াজুল কবির কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন। (বাসস)
নিউজ ডেস্ক ।। আপডটে,বাংলাদশে সময় ৭ : ৩৪ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৬ বুধবার
এজি/ডিএইচ