চাঁদপুর

জেলা পরিষদ চেয়ারম্যানের মা’য়ের জানাযা ও দাফন সম্পন্ন

চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ ওচমান গনি পাটওয়ারীর মা আনোয়ারা বেগমের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৬টায় চাঁদপুর প্রিমিয়ার হসপিটালে (প্রা.) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৫ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আসর দক্ষিণ গুনরাজদী পাটওয়ারী বাড়ি জামে মসজিদে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে তাকে।

মরহুমার মেঝ ছেলে আলহাজ মো. ওমর পাটওয়ারী বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক ও পৌর আওয়ামী লীগের অর্থ সম্পাদক। সেঝ ছেলে মো. আবু পাটওয়ারী চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ঠিকাদার। ছোট ছেলে অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।

পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। প্রায় ছয় মাস ধরে তিনি চাঁদপুর প্রিমিয়ার হসপিটালে ডা. মোবারক হোসেন চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর মরহুমার মরদেহ তার স্বামীর বাড়ি দক্ষিণ গুনরাজদী পাটওয়ারী বাড়িতে নিয়ে যাওয়া হয়। তার মৃত্যুর খবর অল্প সময়ের মধ্যে সারা জেলায় ছড়িয়ে পড়ে। মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের শান্তনা ও সমবেদনা জানাতে তার বাড়িতে ছুটে যান জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জের সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহীন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নান্নু মিয়া হাওলাদারসহ আরো অনেকে।
বাদ আসর অনুষ্ঠিত নামাজে জানাযায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। জানাযার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া করে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, সাবেক পৌর চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নেতা শফিকুর রহমান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগ নেতা আবু তাহের পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল হক মন্টু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আবদুর রব ভূঁইয়া।

আলোচনা পর্ব পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী। নামাজে জানাযায় ইমামতি করেন মো. ওয়ালি উল্যা অলি।

নামাজে জানাযায় অন্যোন্যের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমার নাতি ও সাবেক নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শহীদুল্লা মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর চেয়ারম্যান মো. ইউসুফ গাজী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্যা সেলিম, চাঁদপুরস্থ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জি এম মজিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. ইকবাল-বিন-বাশার, অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. সেলিম আকবর, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক জি এম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর সিরাজুল মোস্তফা তালুকদার, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, অরূপ কর্মকার, মোহাম্মদ আলী মাঝি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন মুশু পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন, বিশিষ্ট আলেম মুফতি সিরাজুল ইসলাম, মুফতি মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী কাজী মাহবুবুল হক, আ. আজিজ মিয়াজী, মরহুমার নাতি ও মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ পরাগ, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাফিউস শাহাদাত ওয়াসিম, চাঁদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাড. শাহজাহান মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, অ্যাড. সাইফুদ্দিন আহমেদ বাবু, সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল আমিন দীপু, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের আহ্বায়ক আ. মালেক শেখ, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, জেলা পরিষদের সদস্যবৃন্দ, চাঁদপুর পৌরসভার কাউন্সিলরসহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।

এরপর মরহুমাকে তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাছতলার পীর খাজা ওয়ালি উল্যা। আগামী শনিবার সকাল ১০টায় মরহুমার রুহের মাগফিরাত কামনায় নিজ বাড়িতে দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হবে।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫০ পিএম, ১৯ জুলাই ২০১৭, বুধবার
ডিএইচ

Share