জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী জসিমের মাতৃবিয়োগ

চাঁদপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিনের মমতাময়ী মা মানসুরা বেগম আর নেই। (ইন্না-লিল্লাহ… ইন্না-লিল্লাহি রাজিউন)। রবিবার ভোর বেলা হাজীগঞ্জ উপজেলা গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচৈই নিজ বসতঘরে মৃত্যু হয়েছে। মৃত্যু কালে তার বয়স ছিল প্রায় ৭০ বছর।

এর আগে হাজী জসিম উদ্দিনের বাবা মরহুম আ. কুদ্দুছ ২০০৪ সালে ৫ ছেলে ৩ মেয়েকে রেখে মৃত্যুবরণ করেন।

রবিবার বাদ জোহর মরহুমের জানাযা পাঁচৈই হাফেজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত জানাযা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে সমাধিত করা হয়।

হাজী জসিম উদ্দিনের মমতাময়ী মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন হাজীগঞ্জ শাহরাস্তি আসনের সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।

এছাড়া উক্ত জানাযা অংশগ্রহণ করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের মুসলিম জনতা।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৬ নভেম্বর ২০২৩

Share