বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত নাট্য সংগঠন চাঁদপুর ড্রামার সাবেক সভাপতি, চাঁদপুর শহর কৃষক লীগের আহ্বায়ক ও জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বিল্লাল আর নেই।তিনি শনিবার ভোর ৫ টায় চাঁদপুর শহরের কোড়ালিয়া পীর বাদশা মিয়া সড়কের নিজ বাসায় তিনি হৃদ রোগে আক্রান্ত হন। চাঁদপুর সরকার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ আছর তার নিজ বাড়ি প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হয়।পরে পারিবারিক কবরস্হানে দাফন সম্পন্ন করা হয়।
খায়রুল ইসলাম বিল্লাল ১৯৬০ সালের ৫ জুন উত্তর রঘুনাথপুর গ্রামে জম্মগ্রহন করেন। তার পিতার নাম মরহুম ফজলুর রহমান। তিনি ব্যাক্তিগত জীবনে ২ ছেলে ও ২ কণ্যা সন্তানের জনক । তিনি ১৯৮৬ সালে চাঁদপুর ড্রামায় যুক্ত হন। তারমধ্যে ১ বার সাধারন সম্পাদক ও প্রায় ১০ বার সভাপতির দায়িত্ব পালন করেন ।
চাঁদপুর ড্রামায় খায়রুল ইসলাম বিল্লালের অভিনিত উল্যেখযোগ্য নাটক গুলো হলো ফেরারী নিশান, আলাপি গোলাপী, খেলা খেলা, ওরা কারা, স্বাধীনতার সূর্য, চোরচোর, জাহেন আলীরে ধর, এখানে নোঙ্গর, পলাশ ডাঙ্গার ময়নাসহ শতাধিক নাটকে দক্ষতার সাথে অভিনয় করে দর্শকদের মন আকৃষ্ট করে।
খায়রুল ইসলাম বিল্লালের মৃত্যুর খবর জানতে পেরে তাকে শেষ বারের মতো দেখতে যান অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি শহীদ পাটোয়ারী, চাঁদপুর ড্রামার সভাপতি তপন সরকার, সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, নাট্য অভিনেতা পলাশ মজুমদার গোপাল সরকার, শাওন পাটোয়ারী, সাত্তার সিদ্দিকীসহ বহু শুভাকাঙ্ক্ষী।
খাইরুল ইসলাম বিল্লালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি শহীদ পাটোয়ারী,সাধারণ সম্পাদক মৃণাল সরকার, চাঁদপুর ড্রামার সভাপতি তপন সরকার, সাধারণ সম্পাদক মানিক পোদ্দার,চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন ও মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব হারুন আল রশিদ, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শুকদেব রায়, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, মেঘনা থিয়েটারের সভাপতি তবিবুর রহমান রিঙ্কু, স্বরলিপি নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি এম আর ইসলাম বাবু, সাধারণ সম্পাদক শেখ আল মামুন, অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মন্ডল, সাংগঠনিক সম্পাদক কার্তিক সরকারসহ বিভিন্ন নাট্য সংগঠনের সদস্যরা।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ২৪ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur