চাঁদপুর জেলা ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বিজয়ী প্রার্থীদেও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ পস) বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে শপথ বাক্যপাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ওয়দুদ ভূঁইয়া, সহকারী কমিশনার কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, সদস্য সচিব দাদন মিয়া, সহকারী কমিশনার মনির হোসেন।
এ সময় শপথ গ্রহন করেন সংগঠনের সভাপতি মো. নাজমুল হোসেন পাটওয়ারী, কার্যকরী সভাপতি রফিক রাজা, সহ-সভাপতি পদে মো. মাসুদ মিয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমন পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক মো. বিল্লাল দিদার, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ হোসাইন, কোষাধ্যক্ষ পীর মো. বাবুল, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান ভূঁইয়া, লাইন সম্পাদক মো. রুহুল আমিন খলিফা, প্রচার সম্পাদক মো. রাসেল আখন্দ, কার্যকরী সদস্য মনির হোসেন মন্ডল ও হারুন অর রশীদ। এছাড়া ট্রাক মালিক সমিতির সভাপতি মমিন মিয়া সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : শরীফুল ইসলাম