চাঁদপুরের জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রেসক্লাব নেতৃবৃৃন্দ। ১২ জানুয়ারি মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজের খাস কামরায় এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়।
সাক্ষাৎকালে জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন ও সহ-সভাপতি সোহেল রুশদী।
এরপর চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.সামছুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। সেখানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন ও সহ-সভাপতি সোহেল রুশদী।
স্টাফ করেসপন্ডেট,১৩ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur