চাঁদপুর

জাতীয় শোক দিবস পালনে চাঁদপুর জেলা ছাত্রলীগের প্রস্তুতিসভা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪১ তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের নানা কর্মসূচি পালনে চাঁদপুর জেলা ছাত্রলীগের প্রস্তুুতিমূলক সভা শুক্রবার (১২ আগস্ট) বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ মোতালেব। এসময় তিনি মাসব্যাপি কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য এড. জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শিমুল হাসান শামনু, রাসেল আখন্দ, ইমন ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব পাটওয়ারী, কাউছারুজ্জামান শুভ, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, খোরশেদ আলম বাহার, সাইফুল ইসলাম রনি, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম রেজওয়ান, সাধারণ সম্পাদক নাছির গাজী, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পারভেজ, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহন গাজী, শহর ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ জেলা, উপজেলা, শহর ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রলীগের কর্মসূচি-

১৪ আগস্ট সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে জেলা ছাত্রলীগের আয়োজনে শোক র‌্যালি,

১৫ আগস্ট চাঁদপুর জেলা আওয়ামীলীগের ও জেলা প্রশাসনের সকল কর্মসূর্চীতে অংশ গ্রহণ, হাজীগঞ্জ উপজেলা ও শহর ছাত্রলীগের শোক র‌্যালিতে অংশ গ্রহণ,

১৭ আগস্ট সাড়ে ১১ টায় দেশব্যাপী সিরিজ বোমা হামলা ও সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল,

১৮ আগস্ট চাঁদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ ও গাছ বিতরণের উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি,

২০ আগস্ট চাঁদপুর শহর ছাত্রলীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে শোক দিবসের আলোচনা সভা,

২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত চাঁদপুর হাইমচরের কুদ্দুস পাটওয়ারীর কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি,

২৬ শে আগষ্ট জেলা শিল্পকলা একাডেমীতে চাঁদপুর জেলা ছাত্রলীগের আয়োজনে শোক দিবসের আলোচনা সভা,

২৮ শে আগষ্ট সকল উপজেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

যথাযথভাবে কর্মসূচি পালন করার জন্য নেতৃবৃন্দদের আহবান জানান জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ মোতালেব।

মাজহারুল ইসলাম অনিক : আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ১২ আগস্ট ২০১৬, শুক্রবার
ডিএইচ

Share