চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী ও ছাত্রদল নেতা জুনায়েদ জুকিকে দুই বছরের কারাদণ্ডের রায়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইব্রাহিম জুয়েল।
কাজী ইব্রাহিম জুয়েল বলেন, চাঁদপুরে এই প্রথম রাজনৈতিক মামলায় সাজা হয়েছে। এটি একটি গায়েবী মামলা। এর কোন সত্যতা নেই। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এই রায় দেওয়া হয়েছে। দুই বছরের কারাদণ্ডের রায়ে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি।
বিস্তারিত পড়ুন… চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুই নেতার ২ বছরের কারাদণ্ড
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল আমিন এ রায় দেন। মামলা নং-৫৩৫/১৭।
জানা যায়, ২০১৭ সালে চাঁদপুর সদর মডেল থানার এসআই মাহবুব মন্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামী ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী। ওইদিন ইসমাইল হোসেন পাটওয়ারী ও ছাত্রদল নেতা জুনায়েদ জুকিকে গ্রেফতার করেন। পরে তাদের জামিনে মুক্তি হয়।
স্টাফ করেসপন্ডেট, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur