চাঁদপুর

জেলা এনজিও বিষয়ক সমন্বয় সভা

বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিংসহ সামাজিক সচেতনতামূলক কর্মকান্ডে সমন্বয় রেখে সবাইকে এগিয়ে আসতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ লুৎফর রহমান

সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এনজিও বিষয়ক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে এনজিও কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়ে সমন্বয় করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ লুৎফর রহমান সভাপতির বক্তব্য রাখেন।

তিনি বলেন,উন্নয়ন কার্যকম, স্বাস্থ্য সচেতনতা, শিক্ষা কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম দক্ষতার সাথে বাস্তবায়ন করতে হবে। সংস্থার কার্যক্রম আরো প্রসার ও জনসচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করতে হবে। বল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিংসহ সামাজিক সচেতনতামূলক কর্মকান্ডে সমন্বয় রেখে কার্যক্রমে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সহকারী কমিশনার লিটু সলরেন্স চিরানের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা তথ্য অফিসার ভারপ্রাপ্ত নুরুল হক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা উদয়ন দেওয়ান, মতলবউপজেলা নির্বাহি কর্মকর্তা ফারজানা ইসলাম, জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভাপতি রেজাউল হায়দার খোকন, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক পিএম বিল্লাল, বিভিন্ন এনজিও কর্মকর্তা উপজেলা পর্যায়ে নির্বাহি কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

আনোয়ারুল হক

 

|| আপডেট: ০৮:৩৬ পিএম,২৬ অক্টোবর ২০১৫, সোমবার

 এমআরআর

 

Share