Home / চাঁদপুর / জাতীয় শিশুদিবসে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা
জাতীয় শিশুদিবসে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা

জাতীয় শিশুদিবসে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা

চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।

তিনি বলেন, বঙ্গবন্ধু একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেদিন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এদেশের সকল শ্রেণি- পেশার মানুষ যুদ্ধে যাপিয়ে পড়েছিলো। এর পর দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বোভৌম রাষ্ট্র পেয়েছি।

তিনি বলেন, স্বাধীনতার পরে একদল কুলাঙ্গার বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পূণরায় পাকিস্তানি রাষ্ট্র বানাতে চেয়েছিলো। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে এদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়া হয়েছিলো। আজ তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন পুরণে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছেন তা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এজন্য আমাদের সকলকে এক ও অভিন্ন থাকতে হবে।

জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সস্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মো. জহিরুল ইসলাম, উপদেষ্টা আ. রশিদ সর্দার, জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আবু তাহের পাটওয়ারী, শাহীর হোসেন পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন বাচ্চু পাটওয়ারী, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি শাহালম মিয়াজী, বর্তমান সভাপতি নুরুল ইসলাম মিয়াজী, জেলা মহিলা লীগের আহ্বায়িকা মাসুদা নুর খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এস এম জয়নাল আবেদীন, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, রিক্সা শ্রমিক লীগ নেতা আব্দুল আলিম, খলিল সর্দার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, সাবেক ছাত্রলীগ নেতা ফেরদৌস মোরশেদ জুয়েল।

এ সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে কেক কেটে জাতির জনকের জন্ম দিবস পালন করা হয়।

প্রতিবেদক-আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ০৫ পিএম, ১৭ মার্চ ২০১৭, শুক্রবার
এইউ

Leave a Reply