Home / চাঁদপুর / চাঁদপুর জেলা আইনজীবী স‌মি‌তির সভাপ‌তি কামাল, সম্পাদক মামুন
আইনজীবী

চাঁদপুর জেলা আইনজীবী স‌মি‌তির সভাপ‌তি কামাল, সম্পাদক মামুন

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদকসহ আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের ১১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। অপরদিকে বিএনপি সমর্থিত প্যানেলের সভাপ‌তিসহ ৪ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নির্বাচ‌নে সভাপ‌তি প‌দে বিএন‌পি সম‌র্থিত প‌্যা‌নে‌লের প্রা‌র্থী কামাল উদ্দিন আহমেদ ১৬২ ভোট পে‌য়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সম‌র্থিত প্রা‌র্থী বর্তমান সভাপ‌তি আহছান হাবীব পেয়েছেন ১৫৮ ভোট।

সাধারণ সম্পাদক প‌দে আওয়ামী লীগ সম‌র্থিত প‌্যা‌নে‌লের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ২২৬ ভোট পে‌য়ে পুনরায় নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তার প্রতিদ্বন্দী প্রা‌র্থী বিএন‌পি সম‌র্থিত মোহাম্মদ মহসীন খান পে‌য়ে‌ছেন ১০৮ ভোট।

২৩ জানুয়ারি রোববার দুপুর ১২টা থে‌কে বি‌কেল ৪টা পর্যন্ত ৩৩৭ ভোটা‌রের ম‌ধ্যে ৩৩৩ জন ভোটার তা‌দের ভোটা‌ধিকার প্রয়োগ ক‌রেন। নির্বাচন শে‌ষে রাত সা‌ড়ে ১১টায় আইনজীবী স‌মি‌তির মিলনায়ত‌নে ‌প্রধান নির্বাচন কমিশনার শহিদ উল্ল্যাহ কায়সার ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে আওয়ামী লীগ সম‌র্থিত আইনজীবী সম্বনয় পরিষদের বিজয়ী প্রার্থীরা হলো- যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কাউছার শামীম, সিনিয়র সহ-সভাপতি মাইনুল আহছান, সম্পাদক লাইব্রেরী নিবাস চন্দ্র সরকার, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার ইমাম হোসেন টিটু, সম্পাদক ফরমস মোহাম্মদ নুরুল আমিন খান, চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি সাফায়াত হোসেন তালুকদার, সম্পাদক রেজিস্টারিং অথরিটি মাসুদ রানা পাটওয়ারী, সদস্য রেজিস্টারিং অথরিটি অ্যাড. তাসলিমা আক্তার, শাখাওয়াত হোসেন মজুমদার ও আবু কাউছার।

বিএনপি সম‌র্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন, জুনিয়র সহ-সভাপতি এ.এন.এম মাঈনুল ইসলাম, জেনারেল অডিটর শাহদাত সরকার শাওন ও রানিং অডিটর নাদিম হোসেন তালুকদার।