চাঁদপুরের কচুয়া থানায় গ্রেপ্তারি পরোয়ানা,মাদক উদ্ধারে বিশেষ অবদান রাখায় ৫ম বারের মতো চাঁদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন এএসআই মফিজুল ইসলাম সরকার।
রবিবার চাঁদপুর পুলিশ লাইনস হল রুমে আয়োজিত মাসিক অপরাধ ও কল্যাণ সভায় চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ জেলার শ্রেষ্ঠ এএসআই মফিজুল ইসলাম সরকারের হাতে এ পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদপুর জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এএসআই মফিজুল ইসলাম সরকার বলেন, আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি একটি আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ ও জনতার সেতুবন্ধন অত্যন্ত জরুরি। সেই উদ্দেশ্যেই কচুয়া থানার মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোনায় আসামীদের ধরতে সচেষ্ট ছিলাম। কচুয়া থানায় কর্মরত আমার প্রতিটি সহকর্মীকে ধন্যবাদ জানাই।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৭ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur