চাঁদপুর ফরিদগঞ্জে হু-হু করে বেড়েই চলছে করোনা আক্রানের সংখ্যা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এর ইপিআাই টেকনিসিয়ান,দুই স্বাস্থ্য সহকারী ও কমিনিউটি হেলথ কেয়ার প্রোভাইটর (সিএইচসিপি) সহ ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তরা হচ্ছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এর ইপিআাই টেকনিসিয়ান (১৫ নং রুপসা উত্তর ইউনিয়নের নারীকেলতলা এলাকার) মো. নুরুল আমিন(৫৫), ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের কমিনিউটি হেলথ কেয়ার প্রোভাইটর (সিএইচসিপি) শামছুল আলম (৩৫), ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের ওয়ার্ড স্বাস্থ্য সহকারী মো.শহিদুল্লাহ(৫৪), ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের হাঁসা ওয়ার্ড স্বাস্থ্য সহকারী মো.মাসুদ আলম(৪০) ও পৌর এলাকার বড়ালী গ্রামের রহমত উল্লাহ(৩৫) এর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
এ নিয়ে ফরিদগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭২ জনে।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আশরাফ আহমেদ চৌধুরী জানান, শক্রবার দুপুরে আসা ৭টি রিপোর্টের মধ্যে ৬টি রিপোর্টই পজিটিভ আসে। এ পর্যন্ত পাওয়া ৪৯৪ টি রিপোর্টের মধ্যে ৪৪৮ জনের রিপোর্ট এসেছে
এর মধ্যে ১৭২ জনের করোনা পজিটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৩ জন মারা গেছেন এবং ৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া ৪৬ জনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে।
প্রতিবেদক:শিমুল হাছান, ১৭ জুলাই ২০২০