চাঁদপুর

জেলায় আরো ৩০ জনসহ চাঁদপুরে আক্রান্ত ছাড়ালো ১৫০০

চাঁদপুরেে আজ আরো ৩০জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে চাঁদপুর সদরের ২২জন, মতলব উত্তরের ১জন, ফরিদগঞ্জের ১জন, হাজীগঞ্জের ৩জন, কচুয়ার ১জন ও শাহরাস্তির ২জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১৯জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭১জন।
সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়,২১ জুলাই মঙ্গলবার ৭৮টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩০টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৪৮টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৫১৯জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৫৭৪জন, ফরিদগঞ্জে ১৭৫জন, মতলব দক্ষিণে ১৬৯জন, শাহরাস্তিতে ১৫৭জন, হাজীগঞ্জে ১৫১জন, হাইমচরে ১১৪জন, মতলব উত্তরে ১১০জন ও কচুয়ায় ৬৯জন।

জেলায় মোট ৭১জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২০জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৯জন, কচুয়ায় ৬জন, শাহরাস্তিতে ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

করেসপন্ডেট ২১ জুলাই ২০২০

Share