হাত পা কেটে যাওয়া বা যেকোনো ধরনের ব্যথা কমাতে ওষুধ ব্যবহার করে থাকি। গবেষকরা বলছেন, অনেক ওষুধ দেয়ার পরেও কিছু ক্ষত ঠিক মতো কমে না। তৈরি হয় ক্রনিক ব্যথা ও কখনো কখনো ইনফেকশনও ছড়িয়ে পড়ে। তাই গবেষকরা তৈরি করেছেন নতুন একটি ব্যান্ডেজ যা এই ব্যথা থেকে মুক্তি দেবে।
নতুন সেল্ফ-পাওয়ার্ড ব্যান্ডেজ নিজেই ক্ষতস্থানে তৈরি করবে বৈদ্যুতিক ক্ষেত্র। আর তাতেই কমে যাবে ক্ষত। এমন কী ডায়াবেটিক রোগীদের পায়ের তলায় হওয়া বিপজ্জনক ক্ষত, সার্জিক্যাল ক্ষত সারানোর ক্ষেত্রেও ই-ব্যান্ডেজ কার্যকর হবে।
মার্কিন বিশ্ববিদ্যালয় উনিভার্সিটি অফ উইসকনসিন ও চিনের ইলেক্ট্রনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখন এই ব্যান্ডেজ তৈরির উদ্যোগ নিচ্ছে। এই দুই বিশ্ববিদ্যালয়ের গবেষণাতেই এমন কার্যকরি ব্যান্ডেজ আবিষ্কার হয়েছে বলে জানিয়েছে একটি সংবাদমাধ্যম।
দাবি করা হয়েছে, ই-ব্যান্ডেজ ব্যবহার করলে তিন দিনের মধ্যে যেকোনো ক্ষত সেরে উঠবে। সাধারণ ব্যান্ডেজ ১২ দিনে যে কাজ করতে পারে না সেটাই মাত্র ৭২ ঘণ্টায় করে দেবে ই-ব্যান্ডেজ।
বার্তাকক্ষ
২৯ ডিসেম্বর ২০১৮