Home / লাইফস্টাইল / জেনে নেই ই-ব্যান্ডেজ যাদুকরী কার্যক্রম
জেনে নেই ই-ব্যান্ডেজ যাদুকরী কার্যক্রম

জেনে নেই ই-ব্যান্ডেজ যাদুকরী কার্যক্রম

হাত পা কেটে যাওয়া বা যেকোনো ধরনের ব্যথা কমাতে ওষুধ ব্যবহার করে থাকি। গবেষকরা বলছেন, অনেক ওষুধ দেয়ার পরেও কিছু ক্ষত ঠিক মতো কমে না। তৈরি হয় ক্রনিক ব্যথা ও কখনো কখনো ইনফেকশনও ছড়িয়ে পড়ে। তাই গবেষকরা তৈরি করেছেন নতুন একটি ব্যান্ডেজ যা এই ব্যথা থেকে মুক্তি দেবে।

নতুন সেল্ফ-পাওয়ার্ড ব্যান্ডেজ নিজেই ক্ষতস্থানে তৈরি করবে বৈদ্যুতিক ক্ষেত্র। আর তাতেই কমে যাবে ক্ষত। এমন কী ডায়াবেটিক রোগীদের পায়ের তলায় হওয়া বিপজ্জনক ক্ষত, সার্জিক্যাল ক্ষত সারানোর ক্ষেত্রেও ই-ব্যান্ডেজ কার্যকর হবে।

মার্কিন বিশ্ববিদ্যালয় উনিভার্সিটি অফ উইসকনসিন ও চিনের ইলেক্ট্রনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখন এই ব্যান্ডেজ তৈরির উদ্যোগ নিচ্ছে। এই দুই বিশ্ববিদ্যালয়ের গবেষণাতেই এমন কার্যকরি ব্যান্ডেজ আবিষ্কার হয়েছে বলে জানিয়েছে একটি সংবাদমাধ্যম।

দাবি করা হয়েছে, ই-ব্যান্ডেজ ব্যবহার করলে তিন দিনের মধ্যে যেকোনো ক্ষত সেরে উঠবে। সাধারণ ব্যান্ডেজ ১২ দিনে যে কাজ করতে পারে না সেটাই মাত্র ৭২ ঘণ্টায় করে দেবে ই-ব্যান্ডেজ।

বার্তাকক্ষ
২৯ ডিসেম্বর ২০১৮

Leave a Reply