লং ড্রাইভ হোক বা দৈনন্দিন যাতায়াত, কালো পিচের রাস্তার বুক চিরে চলে যাওয়া সাদা, হলুদের কাটাকুটি খেলা দেখতে অভ্যস্ত আমরা। কখনও সাদা টানা দাগ, কখনও হলুদ যমজ লাইন।
কিন্তু চালক হোক বা সওয়ারি, সিংহভাগ সাধারণ মানুষই রাস্তার এই সব লাইনের মানে জানেন না।
অথচ এই সমস্ত লাইনের অর্থ জানা থাকলে সহজেই এড়ানো যায় বেশ কিছু দুর্ঘটনা। গ্যালারি থেকে জেনে নিন, রাস্তার কোন লাইনের কী মানে।
টানা সাদা লাইন: এই দাগের মানে হল চালক গাড়ির লেন পরিবর্তন করতে পারবেন না।
কাটা সাদা লাইন: এই লাইনের অর্থ হল আপনি লেন পরিবর্তন করতে পারেন, তবে সাবধানে এবং যথাযথ সতর্কতার সঙ্গে।
টানা হলুদ লাইন: এই লাইন থাকলে অন্য গাড়িকে ওভারটেক করা যাবে। তবে ইয়েলো লাইনকে ক্রস করা যাবে না। সব সময় হলুদ লাইনের বাম দিকেই থাকতে হবে। যদিও এই নিয়ম রাজ্য অনুযায়ী কিছুটা আলাদা হয়। যেমন তেলেঙ্গনায় হলুদ লাইনের অর্থ ঠিক উল্টো। এখানে হলুদ লাইন থাকলে ওভারটেক করা যায় না।
যমজ হলুদ লাইন: পাশাপাশি সমান্তরাল দু’টি হলুদ দাগের অর্থ হল এখানে কোনও ভাবেই অন্য গাড়িকে ওভারটেক করা যাবে না।
কাটা হলুদ লাইন: রাস্তায় এই ধরনের হলুদ লাইন থাকলে অন্য গাড়িকে পাস দেওয়া এবং ওভারটেক করা যাবে।
হলুদ টানা এবং কাটা লাইন: একই সঙ্গে হলুদ রঙের টানা এবং কাটা লাইন থাকলে নিয়মটা একটু অন্য রকম। গাড়ি যদি টানা হলুদ লাইনের দিকে থাকে তা হলে ওভারটেক করা যাবে না। আর যদি
কাটা লাইনের দিকে থাকে তা হলে ওভারটেক করা যাবে।
নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৯: ৫১ পিএম, ২৮ অক্টোবর ২০১৬,শুক্রবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur