জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ফাতেমা এলিন ফুজি অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার গ্রামের বড়ি গ্রামের বাড়ি দিনাজপুরের চিরিবন্দর উপজেলায়।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহীর বোয়ালিয়া থানার জাদুঘর মোড় এলাকায় তার বান্ধবীর মেস থেকে তার গলায় দড়ি পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ফাতেমা এলিন ফুজির এক সহপাঠী জানান, গতকাল রাতে সে আমার সাথে নিজের কষ্টের কথা বলে কান্নায় ভেঙে পড়ে। পারিবারিক ঝামেলার কারণে সে রাজশাহীতে তার এক বান্ধবীর মেসে ওঠে।
তিনি আরো বলেন, ফুজির মা মারা গেছেন। তার বাবা আরেকটি বিয়ে করেছেন। এখন তার সৎ মা ও বাবার সাথে পারিবারিক ঝামেলার কারণে খুবই হতাশায় ভূগছিল। পাশাপাশি একটি ছেলের সাথে তার সম্পর্ক ছিল। এখন তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। এই দুই বিষয়ে সে খুবই হতাশার মধ্যে ছিল।
এ ব্যাপারে বোয়ালিয়া থানার ওসি (তদন্ত) মাহবুব আলম সাংবাদিকদের বলেন, সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
বার্তা কক্ষ,৩ নভেম্বর ২০২০