মতলব উত্তর

জেনারেল আজিজ আহমেদের মতলবে মা ও শিশু হাসপাতাল উদ্বোধন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানানাদ ইউনিয়নের টরকী গ্রামে১০ সজ্জা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালের উদ্বোধন করেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ।

সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের নিজ গ্রামে প্রতিষ্ঠিত হাসপাতাল তার পিতার নামে “ আবদুল ওয়াদুদ সরকার ১০ সজ্জা মা শিশু কল্যান কেন্দ্রের ” নামকরণ করা হয়েছে।

সেনাবাহিনী প্রধান নিজ গ্রামে আসায় এলাকায় আনন্দের বন্যা বইয়ে যায়। সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের সাথে স্থানীয় সাংসদ আলহাজ্ব এডভোকেট নুরুল আমীন রুহুল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এম ইসফাক আহসান,ছেঙ্গারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আনিস আহমেদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনীতিবীদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারিভাবে এ হাসপাতালটি প্রতিষ্ঠা করেন।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহম্মেদের মতলব উত্তরে শুভাগমনে টরকী গ্রামবাসীর মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ মহতি কাজের জন্য মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস সহ এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক,১৭ জানুয়ারি ২০২১

Share