হজযাত্রীদের সুবিধার্থে জেদ্দা-মক্কা বিকল্প মহাসড়ক নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সৌদি আরবের সড়ক মন্ত্রণালয়। রোববার দেশটির সড়ক মন্ত্রণালয়ের মুখপাত্র তুর্কি আল তোয়াইমির বরাতে একটি প্রদিবেদনে এই তথ্য প্ৰকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সারা বিশ্ব থেকে হজ ও ওমরা পালন করতে আসা হজযাত্রীদের জেদ্দা থেকে মক্কা যাতায়াতের সুবিধার্থে ৭২ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হলে মাত্র ৩৫ মিনিটে হজ যাত্রীরা জেদ্দা বিমান বন্দর থেকে মক্কা মসজিদুল হারামে পৌঁছতে পারবেন। যা ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।
মহাসড়কটি জেদ্দা বিমান বন্দর থেকে উত্তর জেদ্দা, উবুর, আল যাওয়ার স্টেডিয়াম এবং বাদশাহ আব্দুল্লাহ ইকোনোমিক সিটি হয়ে মক্কা আল মোকাররমায় পৌঁছবে।
প্রতিবেদনে আরো বলা হয়, চারটি ধাপে এই প্রকল্প বাস্তবায়িত হবে।
প্রতিবেদক- সাগর চৌধুরী
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur