কুমিল্লায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় সড়ক দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রতিষ্ঠানের মালবাহী ট্রাক চালক ওই ট্রাকে করে স্ত্রী ও দুই সন্তান নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলো চালক নাজিম উদ্দিন।
দুপুর আড়াইটার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাক অতিক্রম করা কালে অমসৃণ রাস্তায় ট্রাকটি কাত হয়ে দরজা খুলেযায়।
এসময় চালকের পাশের সিটে বসে থাকা তার দুই শিশু সন্তান সিয়াম (৫) ও জিহাদ (৪) পড়ে গিয়ে ট্রাকটির চাকার নীচে পিষ্ট হয়ে মারা যায়।
ট্রাক চালক নাজিম উদ্দিন শরীয়তপুর জেলার ঘোষের হাট ইউনিয়নের মাইজার হাট গ্রামের বাসিন্দা। তিনি অসুস্থ শ্বাশুড়িকে দেখতে স্বপরিবারে চট্টগ্রাম যাচ্ছিলেন।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল
১৭ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur