Home / উপজেলা সংবাদ / হাইমচর / জেটেবের চাঁদপুর জেলা সমন্বয়ক তালিকায় আল আমিন চোকদার

জেটেবের চাঁদপুর জেলা সমন্বয়ক তালিকায় আল আমিন চোকদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় জেটেব/৫১-২০২৫/এ-নির্বাচন শিরোনামে সংগঠনের নেতৃবৃন্দের একটি জেলা ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। এই তালিকার মাধ্যমে দেশব্যাপী নির্বাচনকালীন দায়িত্ব পালনে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংহত ও কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, চাঁদপুর জেলা ভিত্তিক পাঁচটি সংসদীয় আসনে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার শামিমুল ইসলাম। একই তালিকায় চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আল আমিন চোকদারকে সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয়। তার এই দায়িত্বপ্রাপ্তিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

ইঞ্জিনিয়ার আল আমিন চোকদার একজন দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে পেশাগত জীবনে সততা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন সচেতন সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতায় যখন সংগঠিত ও শিক্ষিত পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তখন তার মতো একজন যোগ্য ব্যক্তির ওপর এই দায়িত্ব অর্পণ জেটেবের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই মনোনয়নের খবরে চরভৈরবী ইউনিয়ন যুবদল ও এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চরভৈরবী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ আবুল হোসেন প্রধানীয়া। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, “ইঞ্জিনিয়ার আল আমিন চোকদার আমাদের ইউনিয়নের গর্ব। তার সততা, যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার কারণেই আজ তিনি জেটেবের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। আমরা বিশ্বাস করি, তিনি এই দায়িত্ব নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে পালন করবেন।”

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের গণতান্ত্রিক পরিবেশ ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় পেশাজীবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জেটেবের মতো একটি সংগঠনের মাধ্যমে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সক্রিয় অংশগ্রহণ রাজনৈতিক সচেতনতা ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

এদিকে স্থানীয় সচেতন মহলের অভিমত, ইঞ্জিনিয়ার আল আমিন চোকদারের এই দায়িত্বপ্রাপ্তি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং চরভৈরবী ইউনিয়নের জন্যও একটি গর্বের বিষয়। এতে এলাকার তরুণ সমাজ অনুপ্রাণিত হবে এবং শিক্ষিত পেশাজীবীরা দেশ ও সমাজের উন্নয়নে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসবে।

সার্বিকভাবে, জেটেবের চাঁদপুর জেলা ভিত্তিক এই সমন্বয়ক তালিকাকে সময়োপযোগী ও বাস্তবধর্মী উদ্যোগ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ও সংগঠনের নেতাকর্মীরা। তারা আশা করছেন, প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার শামিমুল ইসলাম ও সমন্বয়ক ইঞ্জিনিয়ার আল আমিন চোকদারের নেতৃত্বে জেটেব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।

প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ) 
২২ জানুয়ারি ২০২৬

About Chandpur Times

This is user group of Chandpur Times Content Editor. this profile use Content Editor Team. Chandpur Times newspaper is the largest and most popular Bengali local news portal of Bangladesh.Always published real story of society and environment.