চাঁদপুরের কচুয়া উপজেলার তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের ২০১৬ সালের অষ্টম শ্রেণির (জেএসসি) বৃত্তির ফলাফলে ১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
বৃত্তির ফলাফলে এ বিদ্যালয়টি কচুয়া উপজেলা বেসরকারি পর্যায়ে শীর্ষ স্থান দখল করেছে।
জানা গেছে, সদ্য প্রকাশিত জেএসসি’র বৃত্তির ফলাফলে টেলেন্টপুলে ৬ জন ও সাধারণ গ্রেডে ১১ জন সহ ১৭ জন বৃত্তি লাভ করে। টেলেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হচ্ছে- সাইয়িদ মাহমুদ তুহিন, আতিকুর রহমান, রিয়া মনি, রাকিবুল হাসান, মুজাহিদুল ইসলাম ও মনির হোসেন।
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো- মনিফা আক্তার, শামীমা আক্তার, সাগর চন্দ্র পাল, রাবেয়া আক্তার, মাইনুর রেজা অপু, ওসমান গনি, সমির চন্দ্র পাল, রাশেদ আহমেদ, আব্দুল কাদের জিলানী, আল আমিন ও ওসমান গণি মজুমদার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের পাটোয়ারী চাঁদপুর টাইমসকে বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও সম্মানীত পরিচালনা পর্ষদের সহায়তায় শতভাগসহ সন্তোষজনক ফলাফল উপহার দিয়ে আসছে। ভবিষ্যতেও ফলাফলের ধারা বজায় রাখতে শিক্ষকদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া
আপডেট, বাংলাদেশ সময় ৫: ২৩ পিএম, ১৬ এপ্রিল ২০১৭, রোববার
ডিএইচ