চাঁদপুর

চাঁদপুরে জেএসসিতে ২য় দিনে অনুপস্থিত ৫১ : বহিস্কার ১

সারাদেশের ন্যায় এক যোগে চাঁদপুরেও জেএসসি, জেডিসি পরীক্ষার ২য় বিষয় বুধবার (২ নভেম্বর) অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে ৭২ কেন্দ্রে ৪৬ হাজার ৭শ’ ৭২ পরীক্ষার্থীর মধ্যে ৫১ জন অনুপস্থিত হয়েছে।

এর মধ্যে জেএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্র বিষয়ে ৫০ কেন্দ্রের মধ্যে ৩৭ হাজার ৯শ ২১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত, জেডিসিতে আকাইদ ও ফিকাহ বিষয়ে ২২ কেন্দ্রে ৮ হাজার ৮শ ৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ জন অনুপস্থিত ছিলো।

এতে ১জন কে অসদুপায় অবলম্বনের কারনে বহিস্কার করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষা শাখা সূত্রে জানা যায়, জেএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রে ফরদিগঞ্জ উপজেলায় প্রত্যাশী আর এ উচ্চ বিদ্যালয় ২শ’ ৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ ছাত্র ও ৩ ছাত্রী অনুপস্থিত ছিল।

হাজীগঞ্জ উপজেলায় হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ১১০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন ছাত্রী অনুপস্থিত ছিল। পলিসারা উচ্চ বিদ্যালয়ে ৬৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন ছাত্র ২ জন ছাত্রী অনুপস্থিত হয়।

মতলব দক্ষিণ উপজেলার আলহাজ্ব তাফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ে ৩৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন ছাত্র ৩ জন ছাত্রী অনুপস্থিত ছিল।

হাইমচর উপজেলার হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ১৩৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন ছাত্রী অনুপস্থিত ছিল।

জেডিসি পরীক্ষায় জেলার ২২টি কেন্দ্রে ৮ হাজার ৮ শ ৬১ জন পরীক্ষার্থী আকাইদ ও ফিকাহ বিষয়ে মধ্যে ২৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

হাজীগঞ্জ উপজেলা বেলচোঁ কারীমাবাদ মাদ্রাসা ৪৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন ছাত্র ৭ ছাত্রী অনুপস্থিত ছিল। কচুয়া উপজেলায় বিতারা দাখিল মাদ্রাসা ৪৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন ছাত্রী অনুপস্থিত ছিল।

এদিকে শাহরাস্তি উপজেলার গোলাদিঘি কামিল মাদ্রাসা কেন্দ্রের গাউছিয়া হাসেমিয়া সেকান্দর সুন্নিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র আবু বকরকে (রোল- ৩৮৮৫৩৫) অসদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়।

: আপডেট, বাংলাদেশ সময় ৯:৪০ পিএম, ২ নভেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- আনোয়ারুল হক
Share