Home / চাঁদপুর / চাঁদপুরে জেএসসি ও জেডিসিতে ৭২ কেন্দ্রে ৪৯ হাজার পরীক্ষার্থী

চাঁদপুরে জেএসসি ও জেডিসিতে ৭২ কেন্দ্রে ৪৯ হাজার পরীক্ষার্থী

চাঁদপুরে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৭২ কেন্দ্রে ৪৯ হাজার পরীক্ষার্থীর অংশগ্রহণ করবে। ১ নভেম্বর শুরু হয়ে ১৭ নভেম্বর পর্যন্ত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা চলবে। পরীক্ষা সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে জেলা প্রশাসক সন্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বেশ ক’টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর মধ্যে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী সংখ্যা ৪০ হাজার ১শ’ ৪৪ জন ও কেন্দ্র ৫০ টি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী সংখ্যা ৯ হাজার ৪ শ’ ৭৯ জন এবং কেন্দ্র ২২ টি।

জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। পরীসংখ্যান মতে,ছাত্রের সংখ্যা ২০ হাজার ৪শ’ ৭১ জন ও ছাত্রীর সংখ্যা ২৯ হাজার ১শ’ ৫২ জন। ফলে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ৮ হাজার ৬শ’৮০জন বেশি।

গেলো ২০১৫ শিক্ষাবর্ষে চাঁদপুর জেলায় ৭১ কেন্দ্রে ৪৭ হাজার ৬’শ ৯০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৩৮ হাজার ২’শ ৫জন। ছাত্রের সংখ্যা ১৫ হাজার ৬’শ ৭৬ জন এবং ছাত্রীর সংখ্যা ২২ হাজার ৬’শ ২৯ জন। জেডেসি পরীক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ৪’শ ৮৫ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৩ হাজার ৭’শ ৬১ জন এবং ছাত্রীর সংখ্যা ৫ হাজার ৭’শ ২৪ জন।

২০১৫ শিক্ষাবর্ষের চেয়ে ২০১৬ শিক্ষাবর্ষে ১ হাজার ৯শ’৩৩ জন শিক্ষার্থী ও ১ টি কেন্দ্র বেশি ।

প্রাপ্ত তথ্য মতে,চাঁদপুর সদরে জেএসসি’র পরীক্ষার্থী সংখ্যা ৭ হাজার ৪শ’ ৯২ জন ও কেন্দ্র ৭ টি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ৪ শ’ ১২ জন এবং কেন্দ্র ৩ টি।

ফরিদগঞ্জে জেএসসি’র পরীক্ষার্থী সংখ্যা ৫ হাজার ৮ শ’ ৭৩ জন ও কেন্দ্র ১১ টি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী সংখ্যা ২ হাজার ১ শ’ ৬৬ জন এবং কেন্দ্র ৪ টি।

হাজীগঞ্জে জেএসসি’র পরীক্ষার্থী সংখ্যা ৫ হাজার ৬ শ’ ৪৯ জন ও কেন্দ্র ৭ টি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ৩ শ’ ৫২ জন এবং কেন্দ্র ৩ টি।

শাহরাস্তিতে জেএসসি’র পরীক্ষার্থী সংখ্যা ৪ হাজার ২২ জন ও কেন্দ্র ৫ টি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী সংখ্যা ৮ শ’ ৫০ জন এবং কেন্দ্র ২ টি।

কচুয়ায় জেএসসি’র পরীক্ষার্থী সংখ্যা ৬ হাজার ৪শ’ ৬০ জন ও কেন্দ্র ৬ টি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ৮ শ’ ৯৪ জন এবং কেন্দ্র ৪ টি।

মতলব দক্ষিণে জেএসসি’র পরীক্ষার্থী সংখ্যা ৩ হাজার ২শ’ ৪২ জন ও কেন্দ্র ৪ টি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী সংখ্যা ৮ শ’ ৮৮ জন এবং কেন্দ্র ৩ টি।

মতলব উত্তরে জেএসসি’র পরীক্ষার্থী সংখ্যা ৫ হাজার ৯ শ’ ৭১ জন ও কেন্দ্র ৯ টি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী সংখ্যা ৪ শ’ ৭৪ জন এবং কেন্দ্র ২ টি।

হাইমচরে জেএসসি’র পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ৪ শ’ ৩৫ জন ও কেন্দ্র ১ টি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থী সংখ্যা ৪ শ’ ৮৮ জন এবং কেন্দ্র ১ টি।

চাঁদপুরের সকল পরীক্ষা কেন্দ্রের সময়সূচি এক ও অভিন্ন নিয়ম-নীতিতে চলবে । প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য ১ জন করে সংশ্লিষ্ট শিক্ষকদেরকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ প্রক্রিয়া চলছে বলে একজন কেন্দ্র সচিব জানান । এছাড়াও প্রতি কেন্দ্রে ১ জন কেন্দ্র সচিব ও একাধিক সহকারী কেন্দ্র সচিব দায়িত্ব পালন করবেন।

সারা দেশে ২৪ লাখ জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৩৫ হাজার ৫শ’ ৪৩ জন, জেডিসিতে ৩ লাখ ৭৮ হাজার ৪শ; ৭২ জন।

জেএসসিতে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৪৭ হাজার ৯শ’ ৩৩ জন এবং ছাত্রীর সংখ্যা ১০ লাখ ৮৭ হাজার ৬শ’ ১০ জন।

জেডেসিতে ছাত্রের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ২শ’ ১৯ জন এবং ছাত্রী সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ২শ’ ৪৩ জন।

: আপডেট, বাংলাদেশ সময় ৪:২০ পিএম, ২৩ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ

চাঁদপুরে জেএসসি ও জেডিসিতে ৭২ কেন্দ্রে ৪৯ হাজার পরীক্ষার্থী

About The Author

প্রতিবেদক- আবদুল গনি