Home / চাঁদপুর / ফরিদগঞ্জে জেএমবি সদস্য আটক
Atok

ফরিদগঞ্জে জেএমবি সদস্য আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন (জেএমবি)’র এক সদস্যকে আটক করেছে পুলিশ। ১৬ নভেম্বর বিকেলে চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশে ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের দিক নির্দেশনায় এস.আই মো.সেলিম মিয়া গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন (জেএমবি)’র সাথে জড়িত থাকায় ফরিদগঞ্জ পৌরসভাধীন কেরোয়া এলাকার রওজাতুল কোরআন মাদ্রাসা থেকে জেএমবির পলাতক আসামি মুহিবুল্লাহ (২৮)কে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানাযায়, র‌্যাবের দায়ের করা নারায়নগঞ্জের ফতুল্লা থানার মামলা নং- ৫১, তাং২১/১০/২০২২ ইং, ধারা ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন (সংশোধীত ২০১৩) এর ৮/৯(৩), নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন (জেএমবি)’র পলাতক আসামী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নয়ন তলা এলাকার আমিনুল ইসলামের ছেলে মহিবুল্লাহকে আটক করে। পরে আটককৃত ওই জঙ্গি সদস্যকে ফরিদগঞ্জ থানা পুলিশ বুধবার রাতে র‌্যাব-৩ এর সদস্যদের হাতে হস্তান্তর করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন (জেএমবি)’র সদস্য পলাতক আসামী মহিবুল্লাহ গত কয়েক মাস যাবত পৌরসভাধীন কেরোয়া এলাকার রওজাতুল কোরআন মাদ্রাসায় চাকুরি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে আমারা তাকে আটক করে র‌্যাব-৩ এ হস্তান্তর করি।

শিমুল হাছান,
১৭ নভেম্বর ২০২২
এজি