চাঁদপুরের শাহরাস্তিতে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। ৩ জুলাই শনিবার সকালে তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টার সময় থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মহিউদ্দিন আহমেদ ও সঙ্গীয় ফোর্স পৌরসভার ৮নং ওয়ার্ডের নিজমেহার আমতলী জুমা বাড়িত মোড়ের সিরাজুল ইসলামের দোকানের ভেতর হতে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে আটক করে।
আটককৃতরা হলো, নিজমেহার গ্রামের (৭নং ওয়ার্ড) আবুল বাসারের পুত্র মোঃ আবুল কাশেম (৪০), একই গ্রামের (৮নং ওয়ার্ড) মোঃ মোস্তফা কামালের পুত্র মোঃ রেজাউল করিম (রাজু)(২৪), মৃত শহিদ উল্লাহর পুত্র মোঃ মামুন হোসেন (২২), মোঃ ইউনুছ মিয়ার পুত্র মোঃ রায়হান হোসেন (২১), মোঃ সিরাজুল ইসলামের পুত্র মোঃ জাবেদ হোসেন (২০), আঃ মালেকের পুত্র মোঃ জুলহাস সুজন (৩০)।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, আটককৃতরা রাতে সেখানে জুয়া খেলছিল। জুয়া আইনের ৪ ধারায় তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শাহরাস্তি প্রতিনিধি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur