চাঁদপুর শহরে জুয়া খেলারত অবস্থায় ১২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
২৬ মে বুধবার সন্ধ্যার আগে শহরের স্বর্ণখোলা রোডের প্রবাসী মনিরের অটোরিক্সার গ্যারেজের ২য় তলা থেকে তাদেরকে আটক করেন চাঁদপুর সদর মডেল থানার এস আই নাছির উদ্দিনসহ সংঙ্গীয় সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়,প্রবাসী মনিরের বাড়ি ও অটোরিক্সার গ্যারেজটি প্রায় ৩ মাস পূর্বে জুয়াড়ি জাহাঙ্গীর ও জসিম ভাড়া নেয়।

জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন জুয়াড়িরা সিএনজি, অটোরিক্সা যোগে এখানে জুয়া খেলতে আসেন। তবে দিনের চেয়ে রাতে জুয়া খেলতে বেশী লোকজন আসেন। জুয়া খেলার পাশাপাশি মাদক সেবন ও দেহ ব্যবসাও পরিচালনা হয়ে থাকে বলেও তারা জানায়।
এসআই মোঃ নাছির উদ্দিন জানায়, সার্কেল ও ওসি স্যারকে জানানোর আগে কারো নাম দেওয়া যাবে না। কত টাকা পাওয়া গেছে তা পরে জানানো হবে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট,২৬ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur