সারাদেশ

‘জুস খেয়ে’ একই পরিবারের তিন শিশু অসুস্থ

‘প্রাণ ফ্রুটো জুস’ খেয়ে একই পরিবারের ৩ শিশু অসুস্থ হয়ে চার দিন ধরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি ) সকালে শরিয়তপুর ফেরিঘাট সংলগ্ন হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিশুরা হলেন শরিয়তপুর জেলার বেপারি কান্দি গ্রামের মুনসুর হাওলাদারের শিশু সন্তান শাহিন (১২), মোশারফ (৮) ও মরিয়ম আক্তার (৫)।

শিশুরা জানায় প্রাণ কোম্পানির ২২ টাকা মূল্যের প্রাণ ফ্রুটো জুস খাওয়ার পর তারা তিন ভাই বোন অসুস্থ হয়ে পড়েন।

বিষয়টি নিশ্চিত হওয়ার প্রতিবেদক প্রাণ কোম্পানির ২২ টাকা মূল্যের জুসের বোতল দেখালে শিশু মোশারফ তা’ নিশ্চিত করে বলেন আমরা এ জুস খেয়ে অসুস্থ হয়েছি।

তাদের পিতা মুনসুর হাওলাদার জানান, ‘ঘটনার তিন দিন আগে তিনি একটি জুস ক্রয় করে তার ঘরে এনে রাখেন। বৃহস্পতিবার সকালে ঘরে থাকা সে জুস খাওয়ার পর পরই তারা তিন ভাই বোন অসুস্থ হয়ে পড়লে তারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে এনে ভর্তি করানো হয়।’

এ বিষয়ে প্রাণ কোম্পানির কুমিল্লা রিজিওনাল সেলস ম্যানেজার অনিল চন্দ্র দাসের সাথে কথা হলে তিনি প্রথমে প্রতিবেদককে প্রাণ কোম্পানির বিরুদ্ধে সংবাদ করলে মামলার করার হুমকি দেন।

এসময় তিনি বলেন, ‘প্রাণ কোম্পানি হচ্ছে বাংলাদেশের একটা বড় কোম্পানি, এমন কোম্পানির বদনাম রটিয়ে যদি আপনার সংবাদ প্রকাশ করেন তাহলে কোম্পানি কোনোভাবেই ছাড় দিবে না।’

হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক ডা. মো. নাজমুল আবেদিন জানান, ‘রোগীর অভিভাবকের বক্তব্য অনুযায়ী শিশুরা জুস খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।’

প্রতিবেদক : কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ১: ১০ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০১৭, রোববার
ডিএইচ

Share