চাঁদপুরের কচুয়ার সফিবাদ গ্রামে জুস পান করে একই পরিবারের শিশুসহ ৪জন গুরুতর অচেতন হয়ে পড়েছেন।
২৬ আগস্ট বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বজনরা।
অসুস্থরা হলো- সফিবাদ গ্রামের হাজী বাড়ীর প্রবাসী নাছিরের স্ত্রী মাহমুদা বেগম,মেয়ে সামিয়া আক্তার,ছেলে মারুফ ও শিশু বোরহান উদ্দিন।
পরিবারের স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর পালখাল মোড়ের শামীম মোল্লার দোকান থেকে বোতল জাতীয় স্টার শিফ ম্যাংগো ফুড ডিংক (২৫০ এমএল) ৪টি জুস ক্রয় করা হয়। সন্ধ্যার সময় ওই জুস মা ও ৩ সন্তান পান করার পরেই একে একে সকলেই অচেতন হয়ে পড়েন। ওই অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. মুহাই মিনুল চাঁদপুর টাইমসকে বলেন, জুসগুলোতে কোন ধরণের বিষক্রিয়া আছে কিনা তা পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এদিকে জুস খেয়ে অচেতন হওয়া ওই শিশুদের পরিবার ওই ঘটনার জন্য স্টার শিপ কোম্পানিকে দায়ী করেন এবং অন্যদের জুস খাওয়া থেকে বিরত থাকার দাবি জানান।
প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু, ২৭ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur