জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে তারেক রহমান
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বিমানবন্দর থেকে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’তে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর দুপুর ২টায় জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’তে তার গাড়িবহর প্রবেশ করে। যৌথবাহিনীর কড়া নিরাপত্তায় ধীরে ধীরে এগোচ্ছে তার গাড়িবহর।
এর আগে দুপুর ১২টা ৩৬ মিনিটে দলের স্থায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা গ্রহণ শেষে তিনি বিমানবন্দর এলাকা ছাড়েন। বিমানবন্দর থেকে বের হওয়ার আগে বাসে ওঠার পূর্বমুহূর্তে জুতা খুলে মাটিতে পা রাখেন তারেক রহমান। পরে হাতে এক মুঠো মাটি নিতে দেখা যায় তাকে।
তারও আগে বিমানবন্দরে তারেক রহমান, তার স্ত্রী ডা.জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে স্বাগত জানান বিএনপির সিনিয়র নেতারা। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ,মেজর (অব.) হাফিজ উদ্দিন, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।
দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরলেন তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট বিমানবন্দরে অবতরণ করে। সেখানে স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি দেওয়া হয়। এরপর আবার উড়াল দিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
২৫ ডিসেম্বর ২০২৫
এ জি