জুলাই শহীদদের জন্য ফরিদগঞ্জ জামায়াতের দোয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলা জামায়াত ইসলামের নিজস্ব কার্যালয়ে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা মো. ইউনুস হেলাল, উপজেলা নায়েবে আমীর মাওলানা কফিল উদ্দিন, উপজেলা সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেন পাটোয়ারী, সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহের এবং উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক শরীফ মো. আব্দুল কুদ্দুস।

দোয়া মাহফিলে নেতারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও ইসলামের জন্য কাজ করার আহ্বান জানান। মাহফিলে অন্যান্য স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: শিমুল হাছান, ২ জুলাই ২০২৫