আগামী মাস থেকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান ভারতের দূরদর্শনে সম্প্রচার শুরু হবে। সেইসঙ্গে শোনা যাবে বেতারের অনুষ্ঠানমালা।রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।
তিনি জানান, জুলাইয়ের যেকোনো দিন থেকে ভারতে বিটিভির সম্প্রচার শুরু হচ্ছে। নতুন স্বপ্নে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ভারতের দূরদর্শনে সম্প্রচারের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন ও প্রসার ভারতের মধ্যে একটি ওয়ার্কিং এগ্রিমেন্ট ৭ মে স্বাক্ষরিত হয়।
সম্প্রতি ওয়ার্কিং এগ্রিমেন্টের চূড়ান্ত অনুমোদন দেয় ভারত সরকার। সেই অনুযায়ী বিটিভির সম্প্রচার শুরু হচ্ছে জুলাই থেকে। তবে বেতার সম্প্রচার শুরু হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে জানান তথ্যমন্ত্রী।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur